নিজস্ব প্রতিবেদক: রাজবাড়ী শহরের হাজী মার্কেটে মোবাইল মার্ট ও পলাশ আইটি নামে দুটি মোবাইল ফোনের দোকানে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এসময় তিনজনকে কুপিয়ে জখম করা হয়। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। হামলায় আহতরা হলেন মোবাইল মার্টের মালিক ফয়জুল হক কল্লোল, তার কর্মচারী প্রিয়ন্ত এবং পলাশ আইটির কর্মচারী শাহিন শেখ। এ ঘটনায় ফয়জুল হক কল্লোল বাদী হয়ে রাতেই রাজবাড়ী সদর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। দুর্বৃত্তরা দোকানে ভাংচুর চালিয়ে লক্ষাধিক টাকার ক্ষতিসাধন ও পাঁচ লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়ে গেছে বলে অভিযোগ করা হয়েছে।
ফয়জুল হক কল্লোল জানান, তার দোকানের সাথেই রয়েছে কাজী পলাশের মালিকানাধীন ভিভো ব্রান্ড শপ পলাশ আইটি। বৃহস্পতিবার সকালে পলাশ আইটির কর্মচারী শাহিন কাপড় বাজারে কেনাকাটা করতে গেলে কয়েক যুবকের সাথে বাগবিতন্ডা হয়। এর জের ধরে রাতে ১৫/১৬ জনের একদল দুর্বৃত্ত হাজী মার্কেটে তার দোকানে বসে থাকা শাহীনের উপর হামলা চালিয়ে কুপিয়ে জখম করে। শাহীনকে রক্ষা করতে তিনি ও তার দোকানের কর্মচারীরা এগিয়ে গেলে তাদেরকে লাঠি দিয়ে পিটিয়ে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। দুর্বৃত্তরা তার দোকানের আসবাবপত্র ভাংচুর করে। এতে তার লক্ষাধিক টাকার ক্ষতি হয়। এছাড়া তার দোকান থেকে পাঁচটি দামী মোবাইল ফোন সেট এবং ক্যাশে থাকা দেড় লক্ষাধিক টাকা লুটে নেয়। পাশের পলাশ আইটি থেকেও এক লাখ ৭০ হাজার টাকা মূল্যমানের মোবাইল ফোন ও নগদ ৯০ হাজার টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা।
রাজবাড়ী সদর থানার ওসি মাহমুদুর রহমান জানান, এ ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।