নিজস্ব প্রতিবেদক: রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে ৪ দেশের বৈদেশিক মুদ্রা (যার বাংলাদেশি টাকায় মূল্য প্রায় ৭,২০,০০০ টাকা) সহ এক চোরাকারবারিকে গ্রেফতার করেছে।
রাজবাড়ীর সুযোগ্য পুলিশ সুপার জনাবা শামীমা পারভীন-এর দিকনির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জনাব শরীফ আল-রাজীব পিপিএম-এর তত্ত্বাবধানে ওসি ডিবি, রাজবাড়ীর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি দল অভিযান পরিচালনা করে।
শনিবার দুপুর ২ট ৩০ মিনিটের দিকে পাংশা উপজেলার শিয়ালডাঙ্গী থেকে মুদ্রাসহ উক্ত ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।
ডিবির এসআই (নিঃ) আনিচুজ্জামান এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ রাজবাড়ীর পাংশা থানার শিয়ালডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে মো. ফিরোজ আলী (৪৩) কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যাক্তির নাম মো. ফিরোজ আলী (৪৩)। তিনি মেহেরপুর জেলার কুতুবপুর এলাকার মোহাম্মদ আলীর ছেলে। গ্রেফতারকৃত আসামির কাছ থেকে ৪ দেশের বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক মূল্য ৭,২০,০০০ টাকা।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
রাজবাড়ী জেলা পুলিশ জানিয়েছে, বৈদেশিক মুদ্রা চোরাচালানের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অবৈধ কার্যকলাপে জড়িতদের আইনের আওতায় আনা হবে।