DERBY, ENGLAND - FEBRUARY 01: Hamza Choudhury of Sheffield United during the Sky Bet Championship match between Derby County FC and Sheffield United FC at Pride Park on February 01, 2025 in Derby, England. (Photo by Cameron Smith/Getty Images)
নিজস্ব প্রতিবেদক: ইংলিশ প্রিমিয়ার লিগের অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে যোগ দিয়েছেন হামজা চৌধুরী। বহু প্রতীক্ষার পর অবশেষে আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে লাল-সবুজ জার্সিতে অভিষেক হতে যাচ্ছে তাঁর। ফুটবলপ্রেমীদের মধ্যে চলছে ব্যাপক উচ্ছ্বাস।
হামজা চৌধুরী: বাংলাদেশের গর্ব

DERBY, ENGLAND – FEBRUARY 01: Hamza Choudhury of Sheffield United during the Sky Bet Championship match between Derby County FC and Sheffield United FC at Pride Park on February 01, 2025 in Derby, England. (Photo by Cameron Smith/Getty Images)
ইংল্যান্ডের লেস্টারে জন্ম নেওয়া এই ডিফেন্সিভ মিডফিল্ডার বাংলাদেশি বংশোদ্ভূত। বাংলাদেশের হবিগঞ্জ জেলার বাহুবলে রয়েছে তাঁর পারিবারিক শেকড়। ছোটবেলা থেকেই বাংলাদেশে আসার অভ্যাস ছিল তাঁর, জানেন সিলেটি ভাষাও।
হামজা তাঁর ফুটবল ক্যারিয়ার শুরু করেছিলেন লেস্টার সিটি একাডেমিতে। ইংল্যান্ডের অনূর্ধ্ব-২১ দলের হয়েও খেলেছেন তিনি। তবে ইংল্যান্ড জাতীয় দলে খেলার স্বপ্ন পূরণ না হওয়ায় বাংলাদেশকে নিজের নতুন গন্তব্য হিসেবে বেছে নিয়েছেন এই ফুটবলার।
ভারতের বিপক্ষে অভিষেকের অপেক্ষায়
বাংলাদেশ জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরা হামজাকে ২৫ মার্চের ম্যাচের জন্য প্রাথমিক স্কোয়াডে রেখেছিলেন। এবার সেই অপেক্ষার অবসান হতে চলেছে। কোচ জানিয়েছেন, অনুশীলনের পর ঠিক করা হবে কোন পজিশনে খেলবেন হামজা। তবে তাঁর ডিফেন্সিভ মিডফিল্ডার বা রাইট ব্যাক হিসেবে খেলার সম্ভাবনাই বেশি।
বাংলাদেশ দল কতটা উপকৃত হবে?
হামজার উপস্থিতি বাংলাদেশ ফুটবল দলের জন্য বড় এক মাইলফলক। তাঁর শক্তিশালী ডিফেন্সিভ স্কিল, পাসিং অ্যাকুরেসি ও মাঠ নিয়ন্ত্রণ করার অভিজ্ঞতা দলের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। বিশেষ করে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে তাঁর অভিজ্ঞতা বাংলাদেশ দলের রক্ষণভাগকে আরও দৃঢ় করতে সাহায্য করবে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি হামজার অন্তর্ভুক্তিকে “বাংলাদেশ ফুটবলের জন্য নতুন দিগন্ত” বলে উল্লেখ করেছেন। ফুটবলপ্রেমীরাও অধীর আগ্রহে অপেক্ষা করছেন ২৫ মার্চের ম্যাচের জন্য, যেখানে নতুন রূপে দেখা যাবে বাংলাদেশকে, আর নেতৃত্ব দিতে পারেন ইংল্যান্ড ফেরত এই মিডফিল্ডার!