লিসবন, ২৪ মার্চ ২০২৫: কথা রেখেছেন ক্রিস্টিয়ানো রোনালদো! ডেনমার্কের তরুণ স্ট্রাইকার রাসমুস হয়লুন্দ আগের ম্যাচে রোনালদোর মতো উদ্যাপন করে আলোচনায় এসেছিলেন। এবার পর্তুগিজ মহাতারকাও একই উদ্যাপন ফিরিয়ে দিলেন তাঁকে, তাও একটি গুরুত্বপূর্ণ গোলের মাধ্যমে।
উয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে পর্তুগাল ৩-১ গোলে হারিয়েছে ডেনমার্ককে। প্রথম লেগে ১-০ গোলে পিছিয়ে ছিল পর্তুগিজরা। লিসবনের ফিরতি ম্যাচে ম্যাচের ৭২তম মিনিটে গোল করে দলকে সমতায় ফেরান রোনালদো। আর গোলের পরপরই হয়লুন্দের সামনে তাঁর বিখ্যাত ‘সিউ’ উদ্যাপন করেন সিআরসেভেন।
রোনালদোর নাটকীয় প্রত্যাবর্তন
ম্যাচের শুরুতেই পেনাল্টি মিস করে সমর্থকদের হতাশায় ডুবিয়েছিলেন রোনালদো। তবে সেই হতাশা কাটিয়ে ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে গোল করে দলকে বাঁচান তিনি। এরপর ৮৫তম মিনিটে ব্রুনো ফার্নান্দেজের গোলে জয় নিশ্চিত করে পর্তুগাল।
এই গোলের মাধ্যমে ক্যারিয়ারের ৯২৯তম গোল করলেন রোনালদো, যা আন্তর্জাতিক ফুটবলে তাঁকে আরও এগিয়ে দিলো। ম্যাচ শেষে রোনালদো বলেন, “ফুটবল শুধু খেলা নয়, আবেগ ও প্রতিদ্বন্দ্বিতার মিশ্রণ। হয়লুন্দের উদ্যাপন আমি স্বাভাবিকভাবে নিয়েছিলাম, আজ তাকে আমি আমার স্টাইলে উত্তর দিলাম।”
এ জয়ের ফলে নেশনস লিগের সেমিফাইনালে জায়গা করে নিলো পর্তুগাল। এখন তাদের লক্ষ্য ইউরোপের শ্রেষ্ঠত্বের মুকুট জয় করা!