1. biswass443@gmail.com : Sumon Biswas : Sumon Biswas
  2. admin@rajbariexpress.com : Rajbari Express :
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৪:১৮ অপরাহ্ন
  •                          

রাজবাড়ী এক্সপ্রেস ইপেপার

ঘোষণা:
জাতীয় অনলাইন গনমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।

গাজার হাসপাতালে ইসরায়েলের বিমান হামলায় হামাসের জ্যেষ্ঠ নেতা নিহত

রিপোর্টার
  • আপডেট সময় : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ১৭ মোট পাঠক

নিজস্ব প্রতিবেদক:
ফিলিস্তিনের গাজার একটি হাসপাতালে ইসরায়েলের বিমান হামলায় হামাসের এক জ্যেষ্ঠ নেতা নিহত হয়েছেন। নিহত নেতার নাম ইসমাইল বারহুম, যিনি হামাসের অর্থবিষয়ক প্রধান ছিলেন। তাঁর সঙ্গে আরও এক সহযোগী প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে হামাসের এক কর্মকর্তা।

গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসে অবস্থিত নাসের হাসপাতালের ভেতরে এই হামলা চালানো হয়। হামাসের ওই কর্মকর্তা জানিয়েছেন, চার দিন আগে ইসরায়েলের আরেকটি বিমান হামলায় আহত হয়ে ইসমাইল বারহুম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা হামাসের এক গুরুত্বপূর্ণ সদস্যকে লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। সেনাবাহিনীর দাবি, তারা ক্ষয়ক্ষতি কমাতে অত্যন্ত নির্ভুল অস্ত্র ব্যবহার করেছে।
এদিকে, গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই হামলায় চিকিৎসাকর্মীসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। হাসপাতালের ভেতরে চালানো এই হামলার ফলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান সংঘর্ষে পরিস্থিতি দিন দিন আরও ভয়াবহ হয়ে উঠছে। আন্তর্জাতিক সম্প্রদায় এই সহিংসতা বন্ধে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও খবর
© All rights reserved Rajbari Express © 2025 এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অথবা অডিও অনুমতি ছাড়া ব্যাবহার বে-আইনি।