রাজবাড়ীতে জেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার শহরের আজাদী ময়দান সংলগ্ন জেলা বিএনপির কার্যালয়ে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার ও দোয়া মাহফিল উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহবায়ক এ্যাড. লিয়াকত আলী বাবু। জেলা বিএনপির যুগ্ম আহবায়ক রেজাউল করিম পিন্টুর সঞ্চালনায় বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও কেন্দ্রীয় কৃষক দলের সদস্য এ্যাড. আসলাম মিয়া, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য হারুন অর রশীদ, পাংশা উপজেলা বিএনপি সভাপতি চাঁদ আলী খান, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজ, কালুখালী উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান খান, রাজবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম এ খালেদ পাভেল, পাংশা উপজেলা বিএনপির সাংগঠনিক শামসুল আলম আকুল, জেলা সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, জেলা ছাত্র দলের আহবায়ক আরিফুল ইসলাম রোমান, বৈষম্য বিরোধী
বক্তারা বলেন, ১৭ বছর পর খোলা আকাশের নিচে আজ আমরা একসাথে ইফতার করতে পারছি। আওয়ামী ফ্যাসিবাদের আমলে আমরা যখন এই কার্যালয়ে কোন কর্মসূচি পালন করতে যেতাম তখন পুলিশ দিয়ে আমাদের ঘেরাও করে রাখতো।আমরা দশ জন থাকলে পুলিশ থাকতো ১০০ জন। ছাত্র জনতার আন্দোলনের মুখে সৈরাচারের পতন হয়েছে। কিন্তু পাশের দেশে বসে এখনও স্বৈরাচার শেখ হাসিনা ষড়যন্ত্র করে চলেছে। এই ষড়যন্ত্র রুখতে আমাদের ঐক্যবদ্ধ ভাবে থাকতে হবে। তারেক রহমান যে ৩১ দফা ঘোষণা করেছে সেটি বাস্তবায়ন করতে হবে। জাতীয় নির্বাচন নিয়ে কোন প্রকার কালক্ষেপণ মেনে নেওয়া হবে না।