রাজবাড়ীর সদর উপজেলার আলীপুরের দক্ষিণ আলাদীপুর এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় মেম্বর রহিম সরদার (৫১) ও তার ছেলে-ভাতিজার বিরুদ্ধে রাজমিস্ত্রী রাজিব মোল্লা (৩৮)-এর ওপর হামলার অভিযোগ উঠেছে।
জানা যায়, রাজিব মোল্লা তার শশুরবাড়িতে অবস্থান করার সময় গত ২৩ মার্চ সন্ধ্যায় অভিযুক্ত মেম্বর রহিম সরদার, তার ছেলে রাতুল সরদার (১৮) এবং ভাতিজা আকাশ সরদার (১৯) মিলে তার ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তার কান ও মুখের চোয়ালে ১১টি সেলাই দেন।
এ ঘটনায় পরদিন ২৪ মার্চ সোমবার ভুক্তভোগী রাজিব মোল্লা রাজবাড়ী সদর থানায় অভিযুক্তদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তবে অভিযোগ দায়েরের পর থেকেই অভিযুক্তরা রাজিব মোল্লাকে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন ও হুমকি-ধামকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন রাজিব মোল্লা ও তার পরিবার। এলাকাবাসীর অভিযোগ, অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় ন্যায়বিচার পাওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন স্থানীয়রা।
রাজবাড়ী সদর থানার ওসি জানান, বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।