প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের ঐতিহাসিক চীন সফরে দেশটির সরকার ও কোম্পানিগুলোর কাছ থেকে বাংলাদেশ ২১০ কোটি মার্কিন ডলারের বিনিয়োগ, ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি লাভ করেছে।
ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) কর্মকর্তারা জানিয়েছেন, চীনের প্রায় ৩০টি কোম্পানি বাংলাদেশের বিশেষ চীনা শিল্প অর্থনৈতিক অঞ্চলে ১০০ কোটি ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। এই বিনিয়োগ বাংলাদেশের উৎপাদন শিল্পের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এছাড়া, চীন মোংলা বন্দর আধুনিকীকরণ প্রকল্পে প্রায় ৪০ কোটি ডলার ঋণ প্রদান, চীনা শিল্প অর্থনৈতিক অঞ্চলের উন্নয়নে ৩৫ কোটি ডলার এবং প্রযুক্তিগত সহায়তা হিসেবে আরও ১৫ কোটি ডলার বরাদ্দ দেওয়ার পরিকল্পনা করেছে। অবশিষ্ট অর্থ অনুদান ও অন্যান্য ঋণ সহায়তা হিসেবে আসবে।
চার দিনের সফরের সময় অধ্যাপক ইউনূস চীনের প্রেসিডেন্ট সি চিন পিং-এর সঙ্গে বৈঠক করেন এবং বাংলাদেশের জন্য চীনের বেসরকারি খাতের বিনিয়োগের অনুরোধ জানান। এর প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট সি চিন পিং চীনের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের জন্য উৎসাহিত করবেন বলে আশ্বাস দিয়েছেন।
বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এই সফরকে ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’ হিসেবে উল্লেখ করে বলেন, “এই সফর চীনের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের নতুন দ্বার উন্মোচন করতে সাহায্য করবে। এটি কেবল সময়ের ব্যাপার যখন আমরা চীনা কোম্পানিগুলোর বড় বিনিয়োগ দেখতে পাব।”
আজ শুক্রবার অধ্যাপক ইউনূস ও আশিক চৌধুরী বেইজিংয়ে চীনের ১০০টিরও বেশি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে বাংলাদেশে উন্নত টেক্সটাইল, ওষুধশিল্প, হালকা প্রকৌশল এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান জানানো হয়।
এই চুক্তি ও প্রতিশ্রুতিগুলো বাংলাদেশ ও চীনের অর্থনৈতিক সহযোগিতাকে আরও সুদৃঢ় করবে এবং দেশের শিল্প ও অবকাঠামো উন্নয়নে বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।