ঈদ উপলক্ষে নাড়ির টানে বাড়ি ফিরছেন মানুষ। ফলে উত্তরবঙ্গের পথে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ অনেকটা বেড়েছে। তবে কোথাও যানজটের সৃষ্টি হয়নি।
গত ২৪ ঘণ্টায় যমুনা সেতুর ওপর দিয়ে ৪৮ হাজার ৩৩৫টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে তিন কোটি ৩৮ লাখ ৫২ হাজার ৯০০ টাকা।
২৪ ঘণ্টার টোল আদায়ের হিসাব
বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ৪৮ হাজার ৩৩৫টি যানবাহন পারাপার হয়। এর মধ্যে উত্তরবঙ্গগামী যানবাহনের সংখ্যা ছিল ৩০ হাজার ৩৯৮টি, যার বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৯০ লাখ ৯৮ হাজার ৫৫০ টাকা।
অন্যদিকে, ঢাকাগামী যানবাহন পারাপার হয়েছে ১৭ হাজার ৯৩৭টি এবং এ থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৪৭ লাখ ৫৪ হাজার ৩৫০ টাকা।
গণমাধ্যমকে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল এই তথ্য নিশ্চিত করেছেন।
সেতুতে যান চলাচল স্বাভাবিক
প্রকৌশলী আহসানুল কবির পাভেল জানান, ঈদযাত্রায় যমুনা সেতুর দুই পাশে ৯টি করে মোট ১৮টি বুথ চালু রাখা হয়েছে, যার মধ্যে দুই পাশেই ২টি করে মোটরসাইকেলের জন্য পৃথক বুথ রয়েছে। ফলে যান চলাচল স্বাভাবিক রাখতে কোনো সমস্যার সৃষ্টি হয়নি। সার্বক্ষণিক যানবাহন পারাপারের চেষ্টা করা হচ্ছে, যাতে যাত্রীরা নির্বিঘ্নে তাদের গন্তব্যে পৌঁছাতে পারেন।