রাজবাড়ীর পাংশা উপজেলার বাবুপাড়ায় ট্রেনের ধাক্কায় তানিয়া আক্তার ইতি (২৭) নামে এক প্রবাসীর স্ত্রী মারা গেছেন। শনিবার (২৯ মার্চ) সকালে উপজেলার বাবুপাড়া ইউনিয়নের বড়পুল রেল ব্রিজের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোয়ালন্দ থেকে ছেড়ে আসা পোড়াদহগামী সাঁটল ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত তানিয়া বাবুপাড়া ইউনিয়নের সৌদি প্রবাসী তারিকুল ইসলামের স্ত্রী।
ইফতার মাহফিলের দাওয়াত দিতে বের হয়ে মৃত্যু
নিহতের পরিবারের বরাতে জানা গেছে, আজ শনিবার তাদের বাড়িতে রোজাদারদের জন্য ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন ছিল। সেই দাওয়াত দিতে বাড়ি থেকে বের হওয়ার পরই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত তানিয়া আক্তার ইতির ৮ বছর বয়সী এক ছেলে ও ৩ বছর বয়সী এক কন্যাসন্তান রয়েছে। তার হঠাৎ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রশাসনের বক্তব্য
বাবুপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ইমান আলী সরদার জানান, “বিষয়টি প্রথমে ফেসবুকের মাধ্যমে জানতে পারি। পরে নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে নিশ্চিত হই যে, বাবুপাড়া রেল ব্রিজ এলাকায় ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে।”
এ বিষয়ে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাউদ্দিন বলেন, “আমরা খবর পেয়েছি যে, পাংশা থানাধীন বাবুপাড়ায় ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।”