বাংলাদেশি সিনেমার জন্য এটি নিঃসন্দেহে একটি গর্বের মুহূর্ত। ঈদুল ফিতরে মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমাটি এবার জায়গা করে নিয়েছে বিশ্বের জনপ্রিয় ফিল্ম ডেটাবেজ আইএমডিবির শীর্ষ ১০০ জনপ্রিয় সিনেমার তালিকায়।
মেহেদী হাসান পরিচালিত অ্যাকশন-ড্রামা ঘরানার এই চলচ্চিত্রটি বর্তমানে আইএমডিবিতে রয়েছে ৪৪তম স্থানে। আইএমডিবির এই তালিকাটি তৈরি হয়েছে ব্যবহারকারীদের সার্চ, রেটিং এবং জনপ্রিয়তার ভিত্তিতে।
‘বরবাদ’ এখনো দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে হাউসফুল চলছে। টিকিটের চাহিদা এতটাই বেশি যে, অনেক হলে অগ্রিম বুকিং না পেয়ে দর্শকদের হতাশ হয়ে ফিরে যেতে হচ্ছে। মুক্তির ১৭ দিন পরেও এমন সাড়া পাওয়া খুব কম সংখ্যক বাংলা সিনেমার ক্ষেত্রেই দেখা গেছে।
আইএমডিবির এই তালিকায় শীর্ষে রয়েছে হলিউডের বহুল প্রতীক্ষিত ছবি ‘আ মাইনক্রাফট মুভি’। তালিকায় আরও রয়েছে ‘স্নো হোয়াইট’, ‘আনোরা’, ‘সুপারম্যান’, ‘মিশন ইম্পসিবল: ফাইনাল রেকনিং’, ‘সিকান্দার’ এবং ‘ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড’-এর মতো বিখ্যাত সব সিনেমা। এইসব বিখ্যাত আন্তর্জাতিক প্রজেক্টের ভিড়ে ‘বরবাদ’-এর এই অবস্থান নিঃসন্দেহে বাংলাদেশি চলচ্চিত্রের জন্য এক বিশাল অর্জন।
আইএমডিবিতে ‘বরবাদ’ সিনেমাটি এখন পর্যন্ত পেয়েছে ৭.৪ রেটিং।
এ প্রসঙ্গে নির্মাতা মেহেদী হাসান বলেন, “বাংলাদেশি সিনেমা যে আন্তর্জাতিক মঞ্চে জায়গা করে নিতে পারে, বরবাদ তার প্রমাণ। দর্শকদের এই ভালোবাসা আমাদের আরও ভালো কাজের অনুপ্রেরণা জোগাবে।”
বাংলা সিনেমার দর্শকদের কাছে এটি এক নতুন আশার আলো—যেখানে বিশ্বদরবারে বাংলাদেশের গল্প, সংস্কৃতি ও তারকা উঠে আসছে সম্মানের সাথে।