রাজবাড়ীর বালিয়াকান্দিতে শিশুকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা ছাত্রকে পুলিশ গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার দুপুরে ধর্ষণ মামলায় তাদেরকে রাজবাড়ী আদালতে সোপর্দ করেছে বালিয়াকান্দি থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো, বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের অলংকারপুর গ্রামের নজরুল মোল্লার ছেলে বাঁধন মোল্লা মোল্লা (১৬), একই উপজেলার নারুয়া ইউনিয়নের শোলাবাড়ীয়া গ্রামের ফরিদ মন্ডলের ছেলে মোহাম্মদ তৌফিক মন্ডল (১৫), মাগুরা জেলার শ্রীপুর উপজেলার রাজাপুর উত্তরপাড়া গ্রামের শহিদুল মোল্লার ছেলে জীবন মোল্লা (১৩)। গ্রেফতারকৃত তিন জন ও নির্যাতনের শিকার শিশুটি বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের সোনাকান্দর গ্রামের তৌফিক এলাহী তালিমুল কুরআন হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা আবাসিক ছাত্র। বলাৎকারের শিকার শিশুটির বাড়ী ফরিদপুর জেলার মধুখালী থানার লক্ষণদিয়া গ্রামে।
মামলা ও পুলিশ সুত্রে জানা যায়, গত ২৬ এপ্রিল রাত ১০ থেকে পৌনে ১২ টার মধ্য মাদ্রাসার পাশে আবাদি জমিতে মক্তব বিভাগের ঐ শিক্ষার্থীকে একই মাদ্রাসার ছাত্র বাধন মোল্লা, তৌফিক মন্ডল, জীবন মাদ্রাসার শিক্ষকদের অনুপস্থিতির সুযোগ নিয়ে জোরপূর্বক ঘটনাস্থলে নিয়ে পালাক্রমে বলাৎকার করে। বলাৎকারের শিকার শিশুটি পরের দিন অসুস্থ্য হয়ে পড়ে। পরে মাদ্রাসা কর্তৃপক্ষ বিষয়টি তার মাকে জানায়। এ বিষয় নিয়ে গত ২৭ এপ্রিল মাদ্রাসায় সালিশী বৈঠক অনুষ্ঠিত হয়। পরের দিন বিষয়টি এলাকায় জানা জানি হয়। থানা পুলিশ বিষয়টি জানতে পেরে বলাৎকারের শিকার ছাত্রকে জিজ্ঞাসাবাদ করে । এরপর ঘটনার সত্যতা জানার পর অভিযুক্ত তিন ছাত্রকে থানা হেফাজতে নিয়ে আসেন। এ ঘটনায় ওই ছাত্রের মা মঙ্গলবার থানায় (২৯ এপ্রিল) নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন বলেন, ধর্ষণের সাথে জড়িত ৩ জন শিশুকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে মঙ্গলবার রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে। নির্যাতনের শিকার শিশুটির ডাক্তারি পরিক্ষা করা হয়েছে।