রাজবাড়ী সদর হাসপাতালে সন্তানকে চিকিৎসা করাতে গিয়ে হাসপাতালের দালালের মারধরের শিকার হয়েছেন এক অভিভাবক। আহত ব্যক্তি মো. ইউসুফ (৩৭) রাজবাড়ী সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, রবিবার (২৮ এপ্রিল) সকালে রাজবাড়ী সদর হাসপাতালে নিজের ছয় বছরের ছেলে মো. শাহাদত মন্ডলের চিকিৎসার জন্য সিরিয়ালে দাঁড়িয়ে ছিলেন ইউসুফ। এ সময় সিরিয়াল ভেঙে ওষুধ নেওয়ার চেষ্টা করেন স্থানীয় দালাল হিসেবে পরিচিত মো. লাভলু বিশ্বাস (৩৮)। বাধা দিলে লাভলু ইউসুফের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে এবং নাবালক সন্তানের সামনে তাকে অকথ্য ভাষায় গালাগাল করে এবং মারধর করে।
মারধরের ফলে ইউসুফের নাকের হাড় ভেঙে গুরুতর জখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় লাভলু বিশ্বাস পরে ইউসুফকে প্রাণনাশের হুমকিও দেয় বলে অভিযোগ করা হয়েছে।
আহত ইউসুফ জানিয়েছেন, ঘটনার সময় হাসপাতালের সিসিটিভি ফুটেজে ঘটনার প্রমাণ রয়েছে। তিনি চিকিৎসার ব্যস্ততার কারণে বিলম্বে থানায় অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান জানান, আমি এখনো অভিযোগ হাতে পায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।