পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত এবং পার্শ্ববর্তী এলাকায় রবিবার বিকেলে ৪.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। দেশটির জাতীয় ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, কম্পনের উৎপত্তিস্থল ছিল হিন্দুকুশ অঞ্চলে এবং এর গভীরতা ছিল ১৮৫ কিলোমিটার।
স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কম্পনে সোয়াতের বিভিন্ন এলাকায় ঘরবাড়ি কেঁপে ওঠে। হঠাৎ কেঁপে ওঠায় মানুষজন ভীত হয়ে ঘর ছেড়ে রাস্তায় নেমে আসে। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ভূতাত্ত্বিক বিশেষজ্ঞ মুহাম্মদ রেহান জানান, পাকিস্তান তিনটি টেকটোনিক প্লেটের – আরব, ইউরো-এশীয় এবং ভারতীয় প্লেটের – সংযোগস্থলে অবস্থান করায় দেশটি প্রায়ই মাঝারি ও তীব্র মাত্রার ভূমিকম্পের ঝুঁকিতে থাকে। তিনি আরও বলেন, দেশটির অভ্যন্তরে পাঁচটি প্রধান ভূমিকম্পপ্রবণ অঞ্চল রয়েছে, যা জনগণকে সবসময় সচেতন থাকার আহ্বান জানায়।
ভূমিকম্পের ঘটনাকে কেন্দ্র করে কর্তৃপক্ষ স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার এবং জরুরি প্রয়োজনে নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দিয়েছে।