পটুয়াখালী জেলার কলাপাড়ার ধানখালীতে অবস্থিত সদ্য চালু হওয়া পায়রা ১৩২০ মেগাওয়াট কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রোববার (২৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কেন্দ্রের স্ক্র্যাপ শেডে আগুনের সূত্রপাত ঘটে। প্রায় ২০ একর এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা, যা মুহূর্তেই চারপাশে আতঙ্ক ছড়িয়ে দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পরপরই ঘন কালো ধোঁয়ায় আকাশ ছেয়ে যায়। এ সময় বিদ্যুৎকেন্দ্রের কর্মীরা নিরাপদ স্থানে সরে যেতে বাধ্য হন। স্থানীয় ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা না গেলেও বিদ্যুৎকেন্দ্রের প্রশাসন জানায়, পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সতর্কতা গ্রহণ করা হয়েছে। কোনো প্রাণহানির খবর এখনো পাওয়া যায়নি।
অগ্নিকাণ্ডের ঘটনায় পটুয়াখালী জেলা প্রশাসন ও আরএনপিএল (রূইলি-নর্থওয়েস্ট পায়রা লিমিটেড) কর্তৃপক্ষ পৃথক তদন্ত কমিটি গঠন করেছে।
এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মাঝে চরম উদ্বেগের সৃষ্টি হয়েছে। অনেকে আশঙ্কা করছেন, যদি দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা না যায়, তবে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারে বিদ্যুৎ কেন্দ্রটি।