রাজবাড়ী পৌরসভার নতুনপাড় বিনোদপুর এলাকায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ লঙ্ঘনের দায়ে রেজা ফুড প্রোডাক্টসকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রবিবার (৫ মে) এ অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান।
অভিযানকালে দেখা যায়, প্রতিষ্ঠানটি পণ্যের মোড়ক সঠিকভাবে ব্যবহার না করা, খাদ্যপণ্যে নিষিদ্ধ উপাদান মিশ্রণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণ করছে। ফলে আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
তদারকিকালে আরও বিভিন্ন দোকানে বাজারমূল্য নিয়ন্ত্রণ, মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত পণ্য বিক্রয় রোধে সতর্ক করা হয় এবং জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
এ সময় জেলা প্রশাসন, জেলা চেম্বার, নিরাপদ খাদ্য পরিদর্শক ও পুলিশ সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।
সহকারী পরিচালক জানান, জনস্বার্থে এই ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।