রাজবাড়ীতে বিএডিসির নষ্ট বীজ বিতরণের ক্ষতিপূরণ হিসেবে নতুন পেঁয়াজ বীজ বিতরণ
রাজবাড়ী প্রতিনিধিঃ প্রণোদনা কর্মসূচির আওতায় গত নভেম্বর মাসে বিতরণকৃত পেঁয়াজ বীজ অংকুরোদগম না হওয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নতুন করে বিনামূল্যে পেঁয়াজ বীজ বিতরণ করা হয়েছে।
রবিবার দুপুরে রাজবাড়ী সদর উপজেলা প্রশাসন ও সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার ৮০০ কৃষকের মাঝে এই উন্নতমানের পেয়াজ বীজ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মারিয়া হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেন, “জেলার চার হাজার কৃষকের মাঝে বিএডিসির সরবরাহকৃত পেঁয়াজ বীজ বিতরণ করা হয়েছিল, কিন্তু সেগুলোর অংকুরোদগম হয়নি। দ্রুত সময়ে কৃষকদের জন্য উন্নত মানের বীজ সরবরাহ করা হয়েছে। আশা করি, এবার চাষিদের আর কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। জেলার ৩হাজার ৭শ ২৫ জন কৃষক এই উন্নত জাতের পেয়াজ পাবে। দুই এক দিনের মধ্যেই অন্য উপজেলার কৃষকদের এই বীজ দেয়া হবে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মোঃ শহিদুল ইসলাম এবং সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জনি খান।
উল্লেখ্য, গত নভেম্বর মাসে রাজবাড়ী জেলার চার হাজার কৃষকের মাঝে বিএডিসির সরবরাহকৃত পেঁয়াজ বীজ বিতরণ করা হয়। কিন্তু তিন সপ্তাহ পার হলেও সেগুলোর অংকুরোদগম না হওয়ায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিষয়টি তদন্ত করে বীজের গুণগত মানে সমস্যা থাকার প্রমাণ পায়। এরপর কৃষি বিভাগ নতুন করে উন্নত মানের বীজ বিতরণের সিদ্ধান্ত নেয়।
সুমন বিশ্বাস
রাজবাড়ী