মৌলভীবাজার জেলার কুলাউড়া ও রাজনগর থানার দুই ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করা হয়েছে। কুলাউড়া থানার ওসি মো. গোলাম আফছার এবং রাজনগর থানার ওসি মুহাম্মদ মোর্শেদুল হাসান খানকে বর্তমান কর্মস্থল থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স।
শনিবার (১৭ মে) বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের অ্যাডিশনাল আইজি (প্রশাসন) মো. মতিউর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, গত ১২ মে সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয় থেকে সংশ্লিষ্ট দুই কর্মকর্তাকে বদলির অনুমতি চেয়ে একটি চিঠি পাঠানো হয়। সেই চিঠির পরিপ্রেক্ষিতে হেডকোয়ার্টার্স থেকে তাদের প্রত্যাহার ও বদলির সিদ্ধান্ত গৃহীত হয়।
পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো প্রজ্ঞাপনের অনুলিপি সিলেট রেঞ্জের ডিআইজি, মৌলভীবাজারের পুলিশ সুপার এবং আইজিপি’র স্টাফ অফিসারসহ সংশ্লিষ্ট দপ্তরসমূহে প্রেরণ করা হয়েছে। নতুন করে কে এই দুই থানার দায়িত্ব নেবেন, তা এখনো ঘোষণা করা হয়নি।
প্রত্যাহারের কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হলেও প্রশাসনিক কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে একটি সূত্র জানিয়েছে।