রাজবাড়ীর কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়নের রায়পুর গ্রামে আম গাছ থেকে পড়ে ইতি বেগম (২৫) নামের এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ মে) সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
ইতি বেগম ওই গ্রামের রোস্তম মন্ডলের মেয়ে এবং মাজবাড়ী ইউনিয়নের পূর্বফুল কাউন্নাইর গ্রামের সৌদি প্রবাসী সোহান মন্ডলের স্ত্রী। তার পাঁচ বছর বয়সী একটি মেয়ে রয়েছে।
স্থানীয় ইউপি সদস্য মো. আমিনুর রহমান জানান, মঙ্গলবার সকালে ইতি বেগম বাড়ির আঙিনায় একটি আম গাছে আম পাড়তে ওঠেন। এ সময় গাছের একটি ডাল ভেঙে গেলে তিনি নিচে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে ইতি বেগম মারা যান।
মাজবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী শরিফুল ইসলাম বলেন, “আম পাড়তে গিয়ে একজন নারীর মৃত্যু খুবই দুঃখজনক ঘটনা। এমন দুর্ঘটনা সচরাচর ঘটে না। এই মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।”