আইপিএল মানেই ঝড়ে বাউন্ডারি, ছক্কার বৃষ্টি আর রানের উল্লাস। তবে এবারের ২০২৫ আইপিএল যেন ব্যাটারদের এক অনন্য মহোৎসবে পরিণত হয়েছে। এখনও প্লে-অফ পর্ব শুরু না হলেও, এরই মধ্যে এক অবিশ্বাস্য রেকর্ড গড়ে ফেলেছে এবারের আসর। আইপিএলের ইতিহাসে প্রথমবার, এক মৌসুমে ৪২ বার দলীয় ইনিংসে দুই শতাধিক রান তোলা হয়েছে।
২০০৮ সালে আইপিএলের যাত্রা শুরু হলেও এত বেশি ২০০+ রানের ইনিংস আর কখনোই দেখা যায়নি। গত মৌসুম, ২০২৪ সালে ৪১ বার এবং তার আগের বছর, ২০২৩ সালে ৩৭ বার দুই শতাধিক রান উঠেছিল। ২০২২ সালে ছিল মাত্র ১৮ বার এবং ২০১৮ সালে ১৫ বার। সেই তুলনায় এবারের রান-বন্যা এক কথায় নজিরবিহীন।
দলভিত্তিক পরিসংখ্যানেও দেখা যাচ্ছে কিছু উল্লেখযোগ্য পারফরম্যান্স। এখন পর্যন্ত সবচেয়ে বেশি, ৭ বার ২০০’র গণ্ডি পার করেছে গুজরাট টাইটানস। ঠিক তার পেছনেই রয়েছে পাঞ্জাব কিংস—তারা ৬ বার করেছে দুই শতাধিক রান। লখনৌ সুপার জায়ান্টস ও রাজস্থান রয়্যালস ৫ বার করে ২০০ রান করেছে।
চারবার করে এই রেকর্ড ছুঁয়েছে কলকাতা নাইট রাইডার্স, মুম্বাই ইন্ডিয়ান্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদ। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু করেছে তিনবার। চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালস ২ বার করে দুই শতাধিক রান তুলেছে।
এত বেশি ২০০+ স্কোরের পেছনে যেমন আছে ব্যাটারদের দুর্দান্ত ছন্দ, তেমনি প্রশ্ন উঠছে বোলারদের ফর্ম ও পিচের চরিত্র নিয়েও। তবে যা-ই হোক, দর্শকদের জন্য এটা নিঃসন্দেহে এক আনন্দঘন ক্রিকেট উৎসব।
এখন দেখার বিষয়—এই রান-বন্যা শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকে এবং প্লে-অফ পর্বে কি আরও নতুন কোনো রেকর্ড গড়ে অপেক্ষা করছে!