1. njnaimofficial@gmail.com : Naim Sheikh : Naim Sheikh
  2. biswass443@gmail.com : Sumon Biswas : Sumon Biswas
  3. admin@rajbariexpress.com : Rajbari Express :
বুধবার, ০৯ জুলাই ২০২৫, ১১:৪৪ অপরাহ্ন
  •                          

রাজবাড়ী এক্সপ্রেস ইপেপার

ঘোষণা:
জাতীয় অনলাইন গনমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।

১০ দিন ধরে নিখোঁজ স্কুল ছাত্র তামিম, ছেলের জন্য প্রহর গুণছে বাবা মা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ১৩৩ মোট পাঠক
রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের সাঁজুরিয়া গ্রামের বাসিন্দা মো. নজরুল ইসলামের একমাত্র ছেলে আব্দুল্লাহ ওরফে তামিম (১৩) গত ২০ মে সকাল ৯টার দিকে স্কুলে

রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের সাঁজুরিয়া গ্রামের বাসিন্দা মো. নজরুল ইসলামের একমাত্র ছেলে আব্দুল্লাহ ওরফে তামিম (১৩) গত ২০ মে সকাল ৯টার দিকে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।
সপ্তম শ্রেণিতে পড়ুয়া তামিম বাড়ীর পা‌শের গ্রা‌মে সরিষা-প্রেমটিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র। নিখোঁজের দিন তার গায়ে গোলাপী রঙের স্কুল ড্রেসের জামা, পরনে টাউজার, হাতে একটি ঘড়ি ছিল এবং সে একটি বাইসাইকেল নিয়ে বের হয়েছিল।
পুত্র নিখোঁজের ঘটনায় পরিবারে নেমে এসেছে গভীর শোক ও উৎকণ্ঠা। ছেলের খোঁজে দিন-রাত প্রহর গুনছেন বাবা-মা। একমাত্র ছেলেকে ফিরে পাওয়ার আশায় সব সম্ভাব্য জায়গায় খোঁজাখুঁজি করা হয়েছে। আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশী, বন্ধু-বান্ধব এমনকি আশপাশের কয়েকটি জেলাতেও খোঁজ নেওয়া হয়েছে, কিন্তু কোনো সুরাহা হয়নি।
তামিমের পিতা নজরুল ইসলাম বলেন, “তামিম খুবই শান্ত ও নম্র স্বভাবের ছেলে। নিয়মিত নামাজ পড়ত, কোনো ঝামেলায় জড়াত না। আমরা তাকে ঘিরেই আমাদের জীবনের স্বপ্ন দেখতাম। তার এভাবে হঠাৎ হারিয়ে যাওয়া আমাদের মানসিকভাবে ভেঙে দিয়েছে। এখনও বিশ্বাস করতে পারছি না—সে আর বাড়ি ফিরছে না।”
বিদ্যালয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত তামিম গণিত শিক্ষক কবিরুল ইসলামের কা‌ছে প্রাইভেট পড়তে যায়। এরপর সে বাড়িতে ফিরে আবার প্রস্তুত হ‌য়ে স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হয়। বিদ্যালয়ের শিক্ষকরা জানিয়েছেন, তামিম অত্যন্ত শান্ত ও বিনয়ী ছাত্র ছিল। তার নিখোঁজ হওয়ায় তারাও মর্মাহত।
নিখোঁজের পরদিন অর্থাৎ ২১ মে তামিমের বাবা পাংশা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন (জিডি নম্বর-৯১৪)। পুলিশ অনুসন্ধান শুরু করেছে, তবে এখন পর্যন্ত কোনো অগ্রগতি হয়নি।
এ বিষয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, “ছেলেটিকে উদ্ধারে আমরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি। এখনও তার কোনো সুনির্দিষ্ট সন্ধান পাওয়া যায়নি। তামিম তার সাইকেলসহ নিখোঁজ রয়েছে, যা আমাদের কিছুটা বিভ্রান্তিতে ফেলেছে। যদি কেউ অপহরণ করত, তাহলে অন্তত বাইসাইকেলটি পাওয়া যেত। আমরা সবদিক বিবেচনায় নিয়ে তদন্ত করছি।”
নিখোঁজ তামিমের সন্ধান পেলে যোগাযোগের জন্য তার পরিবারের পক্ষ থেকে দুটি নম্বর দেওয়া হয়েছে:
📞 ০১৭১৮-১১২০১০
📞 ০১৯৯০-৩৪০৫৮৪
নজরুল ইসলাম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার একমাত্র ছেলেটিকে ফিরে পেতে আমি যেকোনো মূল্যে প্রস্তুত। কেউ যদি তার কোনো খোঁজ দিতে পারেন, তাকে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে।”

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও খবর

সাবস্ক্রাইব

Please enable JavaScript in your browser to complete this form.
Name

© All rights reserved Rajbari Express © 2025

এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অথবা অডিও

অনুমতি ছাড়া ব্যাবহার বে-আইনি।