বরিশাল নগরীর ফকিরবাড়ি সড়কে অবস্থিত জাতীয় পার্টির (জাপা) জেলা ও মহানগর কার্যালয়ে গতকাল রাতে একদল যুবকের হামলার ঘটনায় চরম উত্তেজনা বিরাজ করছে। হামলায় কার্যালয়ের আসবাবপত্রসহ সাইনবোর্ড ভাঙচুর করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত আটটার দিকে ফকিরবাড়ি সড়কের সিহাব ভিলার দ্বিতীয় তলায় অবস্থিত জাতীয় পার্টির কার্যালয়ে একদল মুখোশধারী যুবক লাঠিসোঁটা নিয়ে হঠাৎ করে হামলা চালায়। তারা ভেতরে ঢুকে চেয়ার, টেবিল, আলমারি ও অন্যান্য আসবাব ভাঙচুর করে তছনছ করে দেয়। দলীয় সাইনবোর্ডও ভেঙে ফেলা হয়।
জাতীয় পার্টির বরিশাল মহানগরের আহ্বায়ক মহসিন উল ইসলাম সাংবাদিকদের বলেন, “রাতের আঁধারে পরিকল্পিতভাবে কিছু সন্ত্রাসী আমাদের দলীয় কার্যালয়ে হামলা চালিয়েছে। এটা একটি রাজনৈতিক ষড়যন্ত্র।”
ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান জানান, “ভাঙচুরের খবর পেয়েছি। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
উল্লেখ্য, এর আগে শনিবার বিকেলে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের রংপুরের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিলের আয়োজন করে জাপা। সেই বিক্ষোভে হামলার ঘটনা ঘটে, যেখানে অন্তত ছয়জন নেতা-কর্মী আহত হন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জাপা কর্মীরা এক হামলাকারীকে ধরে পুলিশে সোপর্দ করেন।
টানা হামলার ঘটনায় দলীয় নেতা-কর্মীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। জাপার নেতারা দ্রুত দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশের পক্ষ থেকে হামলাকারীদের খুঁজে বের করার আশ্বাস দেওয়া হয়েছে।