নিজস্ব প্রতিবেদক
রাজবাড়ী সদর হাসপাতালে অভিযান পরিচালনা করেছে দুদক। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রোগীদের নিম্নমানের খাবার পরিবেশন এবং হাসপাতালের ওষুধ থাকা সত্ত্বেও রোগীদের তা না দেওয়ার মতো অনিয়ম চিহ্নিত করা হয়।
অভিযানে অংশগ্রহণ করেন দুদকের ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক রতন কুমার দাস, সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান এবং উপসহকারী পরিচালক ইমরান আকন।
অভিযান শেষে উপপরিচালক রতন কুমার দাস সাংবাদিকদের জানান, হাসপাতালে ভর্তি রোগীদের জন্য প্রতিদিন যে পরিমান খাবার বরাদ্দ রয়েছে সেই পরিমান খাবার দেয়া হয় না। আমরা ডায়েট চাট নিয়ে রান্না ঘরে গিয়েছি। সেখানে খাবারের বরাদ্দ অনুযায়ী মিল নেই। এছাড়া ওষুদের মজুদ থাকার পরও রোগীদের ওষুধ দেয়া হয় না। চিহ্নিত অনিয়মগুলো দুদক কমিশনে জানানো হবে এবং দ্রুত এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে।
রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আব্দুল হান্নান অনিয়মের বিষয়টি স্বীকার করে বলেন, সংশ্লিষ্ট সমস্যাগুলোর দ্রুত সমাধানের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।