রাজবাড়ীর পাংশায় আলোচিত গৃহবধূ দীপা রানী পাল আত্মহত্যায় প্ররোচনা মামলার এজাহারভুক্ত আসামি মো: মাসুদ বিশ্বাস (২৫)কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে উপজেলার পাংশা পৌরসভার নারায়ণপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মাসুদ পৌর শহরের মৈশালা (মৈত্রডাঙ্গী) গ্রামের চাঁদ আলী বিশ্বাসের ছেলে।
ঘটনা সূত্রে জানা যায়, ১১ জুন রাত সাড়ে ৯টা দিকে দীপা রানী কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে গিয়েছিলো। পরদিন (১২ জুন) সকালে স্থানীয় ৩ যুবক মো: সালাম, মো: মাসুদ ও মো: শাহাদাত তাকে বাড়িতে রেখে যায়। এর কয়েক ঘন্টা পর ঘরের সিলিংয়ের হুকের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন দীপা রানী পাল।
এ ঘটনায় ১৩ জুন সন্ধ্যায় দীপার পিতা বাদী হয়ে মেয়েকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ তুলে মো: সাগর খান, মো: সালাম, মো: মাসুদ ও মো: শাহাদাত এর নাম উল্লেখসহ ২/৩ জন কে অজ্ঞাত করে পাংশা মডেল থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে আসামিরা আত্মগোপনে চলে যায়।
পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা আসামীদের গ্রেফতারে তৎপর হন। বৃহস্পতিবার রাত আনুমানিক ৮ টার দিকে আসামি মাসুদের অবস্থান নিশ্চিত হয়ে পাংশা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আব্দুল গণি ও সঙ্গীয় পুলিশ ফোর্সসহ অভিযান পরিচালনা করে পৌর শহরের নারায়ণপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হন।
পাংশা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আব্দুল গণি জানান, গৃহবধূ দীপা আত্মহত্যা প্ররোচনায় এজাহারভুক্ত আসামি মাসুদকে গ্রেফতারপূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।