নিজস্ব প্রতিবেদক
রাজবাড়ী সদর উপজেলার বানিবহ ইউনিয়নের বানিবহ গ্রামে শেখ গোলাম রেজা বাবলু নামে এক ব্যবসায়ীর বাড়ীতে দুধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাতরা বাড়ীর সবাইকে জিম্মি করে ৩২ ভরি স্বর্ণালংকার, নগদ ৪ লক্ষ ৭৫শত টাকা ও ২টি ফোন লুটপাট করে নিয়ে যায় বলে অভিযোগ করছে বাড়ির মালিক।
বৃহস্পতিবার রাত ১টার দিকে রাজবাড়ী সদর উপজেলার বানিবহ বাজার সংলগ্ন বাড়ীতে এ ডাকাতির ঘটনা ঘটে।
ব্যবসায়ীর ভাই রাজবাড়ী সরকারী কলেজের সহ-অধ্যাপক গোলাম রাসেল অপু বলেন, বৃহস্পতিবার রাত ১টার দিকে বাড়ীর দরজা ভেঙ্গে ১৫-২০ জনের অস্ত্রধারী ডাকাতদল ঘরের মধ্যে প্রবেশ করে। বাবা-মা ও প্রবাসী ভাইয়ের স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে ঘরের মালামাল তছনছ করে। ডাকাতরা ৩২ ভরি স্বর্ণালংকার, ব্যবসায়ের নগদ ৪লক্ষ ৭৫শত টাকা, ২টি মোবাইল ফোন ও অন্যান্য মালামাল লুটপাট করে নিয়ে যায়। আই ফোন বালতির পানিতে ভিজিয়ে রাখে। ডাকাতি শেষে ঘরের মধ্যে সবাইকে রেখে বাইরে থেকে সিটকানী দিয়ে রেখে বাড়ীর পিছন থেকে পালিয়ে যায়। চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে বাইরে থেকে সিটকানী খুলে দেয়। বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হলে রাত ২টার দিকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা সকালে আবারও আসার কথা বলেন।
স্থানীয় ইউপি সদস্য শুকুর আলী মোল্যা বলেন, বানিবহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ গোলাম মোস্তফা বাচ্চুর ভাই ব্যবসায়ী বাবলুর বাড়ীতে ডাকাতি হয়েছে। খবর পেয়ে এলাকার লোকজন ছুটে এসেছে। হঠাৎ করেই এ ধরণের ডাকাতি এলাকার মানুষকে ভাবিয়ে তুলেছে।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহমুদুর রহমান বলেন, খবর পেয়ে তাৎক্ষনিক ভাবে পুলিশ ফোর্স পাঠানো হয়। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।