নিজস্ব প্রতিবেদক
রাজবাড়ীতে মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের উদ্যোগে এক ছড়া উৎসব আয়োজন করা হয়েছে। শনিবার সকালে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এ উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের সভাপতি ও বিশিষ্ট কবি সালাম তাসির।
উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি তার বক্তব্যে এ ধরনের সাংস্কৃতিক উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রফেসর ড. ফকির আব্দুর রশিদ এবং প্রফেসর একেএম ইকরামুল করিম।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে প্রতিষ্ঠান ও অতিথিদের সম্মাননা প্রদান করা হয়। এ সময় সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। ছড়া উৎসবটি রাজবাড়ীর সংস্কৃতি ও সাহিত্যে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এই উৎসব মীর মশাররফ হোসেনের সাহিত্যকীর্তি ও ছড়ার প্রতি নতুন প্রজন্মের আগ্রহ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আয়োজকরা আশাবাদী।