নিজস্ব প্রতিবেদক
যোগাযোগমাধ্যমে বর্তমানে জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান এবং যুক্তরাষ্ট্রপ্রবাসী মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের বিয়ের খবর ছড়িয়ে পড়েছে। বিভিন্ন সংবাদমাধ্যমে বলা হচ্ছে, তাহসান রোজা আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। শুক্রবার দিবাগত রাতেই প্রথম আলো বিনোদন বিভাগের পক্ষ থেকে তাহসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘সকালে এ বিষয়ে বিস্তারিত জানাবেন।’
আজ শনিবার সকাল ১০টা ২০ মিনিটে তাহসান প্রথম আলোকে বলেন, ‘এখনো বিয়ে হয়নি এবং কোনো আনুষ্ঠানিকতা হয়নি। একটি ঘরোয়াভাবে আয়োজন করা হয়েছিল, সেখানে এ ছবিগুলো তোলা হয়েছে। আজ (শনিবার) সন্ধ্যায় বিস্তারিত জানাব।’
আজ সকাল থেকেই তাহসান ও রোজার একাধিক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা শুভেচ্ছা ও ভালোবাসা জানাতে শুরু করেন। বিনোদন অঙ্গনের অনেকে শুভেচ্ছা জানিয়েছেন এবং কেউ কেউ মন্তব্য করেছেন, ‘অবশেষে চাঁদের আলো খুঁজে পেয়েছেন তাহসান। তাঁর প্রিয় গান যেন সত্যি হয়ে ধরা দিল!’
একাধিক সূত্রে জানা গেছে, রোজা আহমেদ ১০ বছরের বেশি সময় ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন। তিনি নিউইয়র্কে পড়াশোনা করেছেন এবং কসমেটোলজি লাইসেন্স অর্জন করার পর নিউইয়র্কের কুইন্সে ‘রোজাস ব্রাইডাল মেকওভার’ প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। তাহসান জানান, রোজা একজন উদ্যোক্তা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তার বেশ জনপ্রিয়তা রয়েছে, যেখানে অসংখ্য অনুসারী তার রয়েছে।
প্রায় ১৮ বছর আগে ২০০৬ সালের ৭ আগস্ট তাহসান খান এবং অভিনেত্রী মিথিলা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের একমাত্র কন্যাসন্তানও রয়েছে, যিনি ২০১৩ সালের ৩০ জুলাই জন্মগ্রহণ করেন। তবে, ২০১৭ সালের ৪ অক্টোবর তাহসান ও মিথিলা বিচ্ছেদের ঘোষণা দেন। তারা তাদের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে যৌথভাবে তাদের বিচ্ছেদের খবর জানান। সাবেক এই দম্পতির বিচ্ছেদ বিষয়টি তাদের অনেক ভক্ত সহজভাবে গ্রহণ করতে পারেননি। পরে মিথিলা ভারতের চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জিকে বিয়ে করেন।