নিজস্ব প্রতিবেদক:
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের কাউন্নাইর গ্রামে একটি দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। রবিবার (৫ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে আলু ব্যবসায়ী সোঃ সমির আলী মিয়ার বাড়িতে এই ডাকাতি সংঘটিত হয়।
ভুক্তভোগী ব্যবসায়ী সমির আলী মিয়া জানান, রাতে ঘুমানোর পর ডাকাতদল বাড়ির দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে। তার স্ত্রী দরজার সামনে এলে ডাকাতরা তাকে মারধর করে ঘরে ঢোকে। ডাকাতরা পরিবারের সদস্যদের বেঁধে ফেলে এবং ঘরের প্রতিটি কক্ষ তছনছ করে। তারা নগদ ২ লাখ টাকা ও ১০-১২ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। ডাকাতরা ঢাকাইয়া ভাষায় কথা বলছিল এবং তাদের হাতে রামদা, রড ও আগ্নেয়াস্ত্র ছিল। নিরাপত্তাহীনতায় কেউ চিৎকার করার সাহস পায়নি। ডাকাতি শেষে বাড়ির সকল মোবাইল ফোন নিয়ে সীম কার্ড ভেঙে ফেলে।
ডাকাতির খবর পেয়ে রাতে বালিয়াকান্দি থানার টহল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরদিন সকালে বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন এবং পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার দেব্রত সরকার ঘটনাস্থলে যান।
ওসি জামাল উদ্দিন বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে অপরাধীদের গ্রেফতারের প্রচেষ্টা চালাচ্ছে।