1. biswass443@gmail.com : Sumon Biswas : Sumon Biswas
  2. admin@rajbariexpress.com : Rajbari Express :
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৪:০৭ অপরাহ্ন
  •                          

রাজবাড়ী এক্সপ্রেস ইপেপার

ঘোষণা:
জাতীয় অনলাইন গনমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।

রাজবাড়ীতে দুঃসাহসিক ডাকাতি: নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

রিপোর্টার
  • আপডেট সময় : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ১৬ মোট পাঠক
রাজবাড়ীতে দুঃসাহসিক ডাকাতি: নগদ টাকা ও স্বর্ণালংকার লুট
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক:
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের কাউন্নাইর গ্রামে একটি দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। রবিবার (৫ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে আলু ব্যবসায়ী সোঃ সমির আলী মিয়ার বাড়িতে এই ডাকাতি সংঘটিত হয়।

ভুক্তভোগী ব্যবসায়ী সমির আলী মিয়া জানান, রাতে ঘুমানোর পর ডাকাতদল বাড়ির দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে। তার স্ত্রী দরজার সামনে এলে ডাকাতরা তাকে মারধর করে ঘরে ঢোকে। ডাকাতরা পরিবারের সদস্যদের বেঁধে ফেলে এবং ঘরের প্রতিটি কক্ষ তছনছ করে। তারা নগদ ২ লাখ টাকা ও ১০-১২ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। ডাকাতরা ঢাকাইয়া ভাষায় কথা বলছিল এবং তাদের হাতে রামদা, রড ও আগ্নেয়াস্ত্র ছিল। নিরাপত্তাহীনতায় কেউ চিৎকার করার সাহস পায়নি। ডাকাতি শেষে বাড়ির সকল মোবাইল ফোন নিয়ে সীম কার্ড ভেঙে ফেলে।

Oplus_131072

ডাকাতির খবর পেয়ে রাতে বালিয়াকান্দি থানার টহল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরদিন সকালে বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন এবং পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার দেব্রত সরকার ঘটনাস্থলে যান।

ওসি জামাল উদ্দিন বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে অপরাধীদের গ্রেফতারের প্রচেষ্টা চালাচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও খবর
© All rights reserved Rajbari Express © 2025 এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অথবা অডিও অনুমতি ছাড়া ব্যাবহার বে-আইনি।