বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রংপুর রাইডার্স শুধু মাঠেই নয়, সামাজিক যোগাযোগমাধ্যমেও অপ্রতিরোধ্য। ফেসবুকে ২৪ লাখ অনুসারী নিয়ে রংপুর রাইডার্স বিপিএলের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি। দ্বিতীয় অবস্থানে থাকা ফরচুন বরিশালের অনুসারী মাত্র ৭ লাখ ২২ হাজার। সিলেট সিক্সার্স (৬ লাখ ৭ হাজার) ও খুলনা টাইগার্স (৩ লাখ ৫২ হাজার) ফলোয়ার সংখ্যায় রংপুরের কাছাকাছি নেই। অন্যদিকে, দুর্বার রাজশাহী ফেসবুকে সবচেয়ে পিছিয়ে, অনুসারী মাত্র ১ লাখ ২৪ হাজার।
রংপুরের জনপ্রিয়তার পেছনে রয়েছে তাদের দীর্ঘমেয়াদি উপস্থিতি। ২০১৫ সালে খোলা পেজটি নিয়মিত সক্রিয়, যা অন্য ফ্র্যাঞ্চাইজিদের তুলনায় অনেক পুরোনো। দলে সাকিব আল হাসান ও ক্রিস গেইলের মতো তারকাদের উপস্থিতি এবং ২০১৭ সালের বিপিএল শিরোপা জেতাও তাদের জনপ্রিয়তা বাড়িয়েছে।
তবে অন্য দলের পেজগুলো তুলনামূলক নতুন। যেমন, দুর্বার রাজশাহী ও চিটাগং কিংসের ফেসবুক পেজ খোলা হয়েছে ২০২৪ সালে। বিপিএলের নিজস্ব ফেসবুক পেজও ২০২১ সালে খোলা হয় এবং বর্তমানে এর অনুসারী ৮ লাখ ৪ হাজার।
সামাজিক যোগাযোগমাধ্যমে রংপুরের রাজত্ব থাকলেও বিপিএলের ফ্র্যাঞ্চাইজি মডেলের অস্থিতিশীলতা বড় প্রশ্ন তুলেছে। যেসব দল আজ খেলছে, তাদের ভবিষ্যৎ অনিশ্চিত। আইপিএলের মতো ধারাবাহিকতা না থাকায় বিপিএল ফ্র্যাঞ্চাইজিদের অনুসারী বাড়ার সুযোগও সীমিত।
ফেসবুকে বিপিএল ও আইপিএলের ব্যবধান যেমন বড়, মাঠের বাইরে তারকা শক্তি ও ব্যবস্থাপনাতেও তা স্পষ্ট। এভাবেই বিপিএলের জনপ্রিয়তা ধরে রাখা কঠিন হয়ে পড়ছে।