আব্দুল হালিম, রাজবাড়ী:
রাজবাড়ীতে ‘জীবাশ্ম জ্বালানিকে না বলুন’ প্রতিপাদ্য ধারণ করে ইন্টারন্যাশনাল ক্লিন এনার্জি দিবস উপলক্ষে ক্লিন এনার্জি ব্যবহারে টেকসই ভবিষ্যৎ গড়ার দাবিতে মানববন্ধন করেছে জেলা সচেতন নাগরিক কমিটি (সনাক)। রবিবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সনাকের সভাপতি প্রফেসর মো. নুরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য দেন রাজবাড়ী শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, জেলা সনাকের সদস্য কমল কান্তি সরকার, আজিজুল হাসান খোকা, মো. জাহাঙ্গীর হোসেন।
এ সময় বক্তারা বলেন, ক্লিন এনার্জি তথা নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে সচেতনতা বাড়াতে আন্তর্জাতিক নবায়নযোগ্য জ্বালানি সংস্থার সঙ্গে সঙ্গতি রেখে ২০২৩ সালে ২৬ জানুয়ারিকে ইন্টারন্যাশনাল ডে অব ক্লিন এনার্জি হিসেবে ঘোষণা করে জাতিসংঘের সাধারণ পরিষদ। তারপর থেকে দিবসটি পালিত হয়ে আসছে।
জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বাংলাদেশ সরকার নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের জন্য জাতীয় ও আন্তর্জাতিকভাবে অঙ্গীকারবদ্ধ হলেও দেশ এখনও জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীল। বর্তমানে দেশের জ্বালানি মিশ্রণে নবায়নযোগ্য জ্বালানির অংশ মাত্র ৪ দশমিক ৬৫ শতাংশ। বাকি ৯৫ ভাগ জীবাশ্ম জ্বালানি আমদানির ওপর নির্ভরশীল।
এই আমদানি নির্ভরতা কমাতে সৌরশক্তি, বায়ুশক্তি, জলশক্তি এবং ভূতাপীয় শক্তি থেকে নবায়নযোগ্য জ্বালানির পরিধি বাড়াতে হবে। মানুষকে সচেতন করতে হবে। জ্বালানি খাতকে দুর্নীতিমুক্ত করতে হবে।
মানববন্ধনে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।