রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদী থেকে মসলেম প্রামাণিক (৫৫) নামের এক জেলের মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। শনিবার সকাল ৯টার দিকে সাহুজুদ্দিন বেপারী পাড়া এলাকার পদ্মা নদীতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
নিহত মসলেম প্রামাণিক দৌলতদিয়ার ইদ্রিসপাড়া গ্রামের মৃত হায়দার প্রামাণিকের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার বিকেলে ছোট ডিঙি নৌকা নিয়ে মাছ ধরতে পদ্মা নদীতে যান মসলেম। রাতে বাড়ি না ফেরায় স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন। সকালে নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখে স্থানীয়রা ৯৯৯-এ ফোন দেন।
নিহতের ছোট ভাই আমির প্রামাণিক জানান, “ভাই আগে দুইবার স্ট্রোক করেছিল। শারীরিকভাবে দুর্বল হলেও প্রতিদিন একা একা নদীতে মাছ ধরতে যেত। আমাদের ধারণা, অসুস্থ হয়ে পানিতে পড়ে মারা গেছে। আমাদের কোনো অভিযোগ নেই।”
দৌলতদিয়া নৌ ফাঁড়ির এসআই লুৎফর রহমান জানান, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকেও কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”