রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ী থানা পুলিশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে মোঃ আলাল সেখ (৩৮) নামে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। শনিবার (২৫ জানুয়ারি) বিকাল ৪টা ৫০ মিনিটে রাজবাড়ী সদর থানাধীন পশ্চিম ভবানীপুর এলাকার তিন রাস্তার মোড়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, আটককৃত আলাল সেখ রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানার উত্তর দৌলতদিয়া (ফেলু মোল্লারপাড়া) এলাকার মৃত ইরফান সেখের ছেলে। তার কাছে থাকা একটি বাজারের ব্যাগ থেকে ৫টি টোপলায় মোড়ানো ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জের নির্দেশে অভিযানটি পরিচালনা করেন এসআই মোঃ মিকাইল হোসেন ও তার সঙ্গীয় ফোর্স। আসামিকে গ্রেফতারের পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারা অনুসারে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করা হয় (এফআইআর নং-৩৩, তারিখ-২৫/০১/২০২৫)।
পুলিশ আসামিকে আদালতে পাঠিয়েছে এবং মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে।