নিজস্ব প্রতিবেদক: ব্লাড ক্যান্সারে আক্রান্ত রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের কল্যাণপুর গ্রামের স্বামী-পরিত্যক্ত ষাটোর্ধ্ব বাতাসী বেগম। তার চিকিৎসার জন্য প্রয়োজন চার-পাঁচ লাখ টাকা, যা তার পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়। তাই বাঁচার জন্য সমাজ ও দেশের বিত্তশালীদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি।
জানা গেছে, স্বামী দ্বিতীয় বিবাহ করায় প্রায় ২৫ বছর আগে এক বছর বয়সী একমাত্র কন্যা সন্তানকে সঙ্গে নিয়ে তিনি বাবার বাড়িতে চলে আসেন। বাবার পরিবার দরিদ্র হওয়ায় মানুষের বাড়িতে ঝি-এর কাজ করে জীবিকা নির্বাহ করতেন। প্রায় ছয় বছর আগে মেয়েকে বিয়ে দেন। গত এক বছর ধরে বাতাসী বেগম ক্যান্সারে ভুগছেন। বর্তমানে তিনি মেয়ের বাড়িতে অবস্থান করছেন। মেয়ের স্বামী রাজমিস্ত্রির কাজ করে জীবিকা নির্বাহ করেন। তার পক্ষেও বাতাসী বেগমের চিকিৎসার ব্যয়ভার বহন করা সম্ভব নয়।
বাতাসী বেগম বলেন, “মানুষের বাড়িতে কাজ করে মেয়েকে বড় করেছি এবং বিয়ে দিয়েছি। এখন তারাও দরিদ্র হওয়ায় আমার চিকিৎসার খরচ চালাতে পারছে না। বয়স ও অসুস্থতার কারণে আমি আর নিজেও কাজ করতে পারি না। চিকিৎসকরা বলেছেন থেরাপি লাগবে, যার জন্য চার-পাঁচ লাখ টাকার প্রয়োজন। চিকিৎসার খরচ তো দূরের কথা, সংসারের খরচও জোগাতে পারছি না। মেয়ের পরিবারে আশ্রয় নিয়েছি। তাই সবার কাছে সাহায্যের আবেদন করছি। আপনাদের দয়ায় আমি সুস্থভাবে বাঁচতে চাই।”
সাহায্য পাঠাতে যোগাযোগ করুন:
সোনালী ব্যাংক, রাজবাড়ী শাখার সঞ্চয়ী হিসাব নং: ২২১১১০১০২৫৪২৯
বিকাশ (পার্সোনাল): ০১৯৩৭–৪৭৫৬৮৩