রাজবাড়ী প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ করা হয়েছে জিয়া মঞ্চ রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে।
বুধবার (২৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৫ টারদিকে রাজবাড়ী প্রেস ক্লাব, রেলগেট চত্বর ও রাজবাড়ী বাজার এলাকায় লিফলেট বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন জিয়া মঞ্চ রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক খন্দকার মাহফুজুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন—জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ মজিদ বিশ্বাস ও মো. আকমল হোসেন, মহিলা দলের সহ-সভাপতি ফারজানা ইয়াসমিন ডেইজি, জিয়া মঞ্চের সদস্য সচিব মো. আনিসুর রহমান মাসুদ, যুগ্ম আহ্বায়ক এস.এম ফারুক, আবুল হোসেন অপু, আহম্মদ আলী চৌধুরী, মো. আনিসুর রহমান, মো. ইদ্রিস খান, মো. রহিমুল্লাহ লিটন, মো. আব্দুস সালাম মঞ্জু মাস্টার, আলমগীর হোসেন আলম, মো. আল আমিন হোসেন, সৈয়দ সিবলী সাগর, শেখ রঞ্জু আহম্মেদ, সৈয়দ আশরাফুল আক্তার রিপন প্রমুখ।
জিয়া মঞ্চ রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক খন্দকার মাহফুজুর রহমান বলেন,
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মাসব্যাপী ৩১ দফার লিফলেট বিতরণের কার্যক্রম শুরু হয়েছে। এর মাধ্যমে জনগণকে বিএনপির রাষ্ট্র গঠনের অঙ্গীকার সম্পর্কে জানানো হচ্ছে।
তিনি আরও বলেন, এই কার্যক্রমের পাশাপাশি জনগণকে বিএনপির আন্দোলন-সংগ্রামের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে সচেতন করা হচ্ছে। ভবিষ্যতে জিয়া মঞ্চ আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।