নিজস্ব প্রতিবেদক: ৫ আগস্টের গণহত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে গণ অধিকার পরিষদ। বুধবার বিকেলে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা দাবি করেন, আওয়ামী লীগ সাধারণ মানুষের ওপর গণহত্যা চালিয়ে শত শত মানুষ হত্যা করেছে। এই হত্যাকাণ্ডের জন্য তাদের দায় নিতে হবে। বক্তারা বলেন, গণহত্যার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে এবং যারা এ হত্যাকাণ্ডে সহায়তা করেছে বা ফ্যাসিস্ট সরকারকে মদদ দিয়েছে, তাদেরও বিচার নিশ্চিত করতে হবে।
তারা আরও বলেন, ভবিষ্যতে এই সরকার বা তাদের দোসরদের দেশের কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। গণ অধিকার পরিষদসহ দেশের জনগণ তাদের উপযুক্ত জবাব দেবে।
মানববন্ধনে বক্তব্য দেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান খান, গণ অধিকার পরিষদের রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক শরিফুল ইসলাম, সহকারী আইনবিষয়ক সম্পাদক সাজিদুল ইসলাম রুবেল, রাজবাড়ী জেলা শাখার সদস্য সচিব মো. রবিউল আজম, যুব অধিকার পরিষদের সভাপতি কামরুল হাসান রাশেদ এবং ছাত্র অধিকার পরিষদের রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক শাহীন আলম।
এ সময় নেতারা দাবি করেন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য তাদের আন্দোলন অব্যাহত থাকবে।