নিজস্ব প্রতিবেদক: রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউনিয়ন পরিষদের ইউনিয়ন ডিজিটাল সেন্টারের তালা ভেঙে রাতে ২টি ল্যাপটপ ও কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে গেছে বলে জানা গেছে।
এ ঘটনায় পাংশা মডেল থানায় ও পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কলিমহর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন। এদিকে কলিমহর ইউনিয়নসহ বিভিন্ন জায়গায় চুরি-ডাকাতির ঘটনা ঘটছে বলেও বিভিন্ন স্থান থেকে খবর পাওয়া যাচ্ছে।
কলিমহর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন বলেন, “প্রতি দিনের ন্যায় কাজ শেষ করে তালা বন্ধ করে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা চলে যান। বুধবার রাতের কোনো এক সময় এমন ঘটনা ঘটিয়েছে সংঘবদ্ধ চোরের দল। আজ (বৃহস্পতিবার) সকালে এসে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের তালা ভাঙা অবস্থায় পাওয়া যায়, সেখান থেকে ২টি ল্যাপটপ ও কিছু কাগজপত্র নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ বিষয়ে আমরা থানায় ও আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেছি।”