রাজবাড়ী প্রতিনিধিঃ “বই পড়ুন, অন্যকে উদ্বুদ্ধ করুন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ী শহরের সজ্জনকান্দা জমিদার বাড়িতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো “সুব্রত চক্রবর্তী স্মৃতি পাঠাগার”। সোমবার বিকেলে পাঠাগারটির উদ্বোধন করেন রাজবাড়ীর বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট দেবাহুতি চক্রবর্তী।
পাঠাগার উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজবাড়ী শহরের টাউন মক্তব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুন কক্সসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সুব্রত চক্রবর্তী স্মৃতি পাঠাগারটি মূলত রাজবাড়ীর বিশিষ্ট তবলা বাদক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রয়াত সুব্রত চক্রবর্তীর স্মৃতিকে সম্মান জানিয়ে প্রতিষ্ঠা করা হয়েছে। তারই স্মরণে তার পরিবারের সদস্যরা ও শুভানুধ্যায়ীরা এ পাঠাগার প্রতিষ্ঠা করেছেন।
এই পাঠাগারটি রাজবাড়ীর শিক্ষার্থীদের জ্ঞানচর্চায় সহায়তা করবে এবং পাঠাভ্যাস গড়ে তুলতে উদ্বুদ্ধ করবে। এতে বিভিন্ন বিষয়ের বই, গবেষণামূলক পুস্তক, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক বইসহ নানা ধরনের সংগ্রহ রাখা হয়েছে।
সাংবাদিক লিটন চক্রবর্তীর বড় ভাই সুব্রত চক্রবর্তীর স্মৃতিকে অমলিন রাখতে এই পাঠাগার একটি মাইলফলক হিসেবে কাজ করবে বলে আয়োজকরা আশাবাদী। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, “এই পাঠাগার তার স্মৃতি সংরক্ষণের পাশাপাশি নতুন প্রজন্মকে জ্ঞানের পথে এগিয়ে নিয়ে যাবে।”