নিজস্ব প্রতিবেদক:
রাজবাড়ীতে বিএনপি নেতাদের দ্বারা ভিত্তিহীন বানোয়াট মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাজবাড়ী জেলা শাখার নেতাকর্মীরা।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, রাজবাড়ী ১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের বাস ভবনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে যুবদল।
এসময় জেলা যুবদলের আহবায়ক খায়রুল আনাম বকুল, যুগ্ন আহবায়ক কাওসার মাহমুদ, মনোয়ার হোসেন মিন্টু, সদর উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল্লাহ আল মামুন সম্রাট, সদস্য সচিব মামুনুল ইসলাম রনি, পৌর যুবদলের আহবায়ক সামসুল আলম রানা, জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালেক, জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম খায়রুল প্রমূখ বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, রাজবাড়ী জেলা বিএনপির কিছু নেতা যুবদলের নেতাকর্মীর বিরুদ্ধে চাদাবাজি ও টেন্ডারবাজির মিথ্যা অভিযোগ করে অপপ্রচার চালাচ্ছে। এছাড়াও আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের সুনাম ক্ষুন্ন করতে ফেইসবুকসহ বিভিন্ন মাধ্যমে মিথ্যাচার করছে।
তারা আরও বলেন, যুবদলের কোন নেতা বা কর্মী যদি চাদাবাজি বা টেন্ডারবাজির সাথে জরিত হয় তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিবে যুবদল।
পাল্টা অভিযোগ করে তারা বলেন, যারা এ সকল বিভ্রান্তিমূলক মিথ্যাচার করছে তারা মুলত আওয়ামী লীগের দোসর ও আওয়ামী লীগের বি টিম হিসাবে কাজ করছে।
তাদেরকে প্রতিরোধের হুসিয়ারি দিয়ে তারা বলেন, এখনো সময় আছে, আসুন আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের নেতৃত্বে জেলা বিএনপিকে শক্তিশালী করুন, এবং পরিচ্ছন্ন রাজনীতির সাথে যুক্ত হউন।