রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ী সদর থানা পুলিশের অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামিসহ চার ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি ২০২৫) রাতে রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জের নির্দেশে বিশেষ অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে।
রাজবাড়ী শহরের ধুঞ্চী গ্রামের মোঃ বাবু মণ্ডল ওরফে বকশ বাবু (৪০)। তার বাবার নাম মৃত বকশ মণ্ডল। তিনি এক বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি।
সদর উপজেলার ভগিরথপুর গ্রামের খোরশেদ শেখের ছেলে মোঃ আরশেদ শেখ (৩৪), রাজবাড়ী শহরের ভবানীপুর গ্রামের জমির শেখের ছেলে মোঃ শাওন শেখ ও সদর উপজেলার হোগলাডাঙ্গী গ্রামের আকবর মিয়ার ছেলে মোঃ সুরুজ মিয়া।
রাজবাড়ী সদর থানার এএসআই (নিঃ) মোঃ নুর আলম, এএসআই (নিঃ) মোঃ ফরিদ মিয়া ও এএসআই (নিঃ) জহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে আসামিদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতদের পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন রাজবাড়ী সদর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।
রাজবাড়ী জেলা পুলিশ জানিয়েছে, সাম্প্রতিক সময়ে অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান জোরদার করা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষার্থে নিয়মিত এই ধরনের অভিযান পরিচালিত হবে।