নিজস্ব প্রতিবেদক: রাজবাড়ীর পাংশা পৌর শহরের পাংশা আদি মহাশ্মশানে মাঘী পূর্ণিমা উৎসব উপলক্ষে শুরু হয়েছে ৮৬তম ৭২ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান ও মেলা। আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এ ধর্মীয় অনুষ্ঠান।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ নামযজ্ঞানুষ্ঠান পরিদর্শন করেন পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম. আবু দারদা। তিনি মহাশ্মশান কমিটির সদস্য ও ভক্তবৃন্দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং অনুষ্ঠানের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। পরে শ্মশানের বিভিন্ন স্থান ঘুরে দেখেন।
পরিদর্শনকালে ইউএনও’র সঙ্গে ছিলেন—সহকারী কমিশনার (ভূমি) মোঃ আমিনুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আসলাম হোসেন, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ শামসুল আলম, সমবায় কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, পাংশা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক প্রান্তোষ কুন্ডু, সদস্য সচিব বিধান কুমার বিশ্বাস, পাংশা আদি মহাশ্মশান কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তপন কুমার রায়, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক উত্তম কুমার সাহা (কার্তিক)। ধর্মীয় ও ঐতিহ্যবাহী এ অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে পরিচালনার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন ইউএনও।
2 attachments • Scanned by Gmail