এস,কে পাল সমীর, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি : দীর্ঘ ১৪ বছর পর আগামী ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজবাড়ী জেলার পাংশা শিল্প ও বণিক সমিতির নির্বাচন। দীর্ঘদিন পর অনুষ্ঠিত হতে যাওয়া এ নির্বাচনকে ঘিরে পাংশা বাজারের ব্যবসায়ীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।
নির্বাচনে সভাপতি প্রার্থী হিসেবে পাংশা পৌর বিএনপির সভাপতি ও পাংশা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: বাহারাম হোসেন সরদার ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন। তার নির্বাচনী প্রতীক চাকা। বাজারের ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্ত ভাবে তার পক্ষে গণজোয়ার সৃষ্টি করেছেন।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকালে পাংশা শিল্পকলা মোড় থেকে সভাপতি প্রার্থী বাহারাম হোসেনের চাকা মার্কার একটি বিশাল মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে। মিছিলে বাজারের প্রায় সহস্রাধিক ব্যবসায়ী ভোটারবৃন্দকে অংশগ্রহণ করতে দেখা যায়। মিছিলে অংশগ্রহণকারীদের ‘জিতবে এবার চাকা মার্কা, বাহারাম ভাইয়ের চাকা মার্কা, বিজয়ের মার্কা চাকা মার্কা, সবার প্রিয় মার্কা চাকা মার্কা ‘ স্লোগান সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
মিছিল শেষে পাংশা বাজারের কালী বাড়ি মোড়ে পথসভায় সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখেন, পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো: চাঁদ আলী খান ও সভাপতি প্রার্থী মো: বাহারাম হোসেন সরদার।
সভায় বাহারাম সরদার বলেন, দীর্ঘ ১৪ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে এ নির্বাচন। আমি ইতিপূর্বেও বণিক ভাইদের কল্যাণে কাজ করেছি। তাদের সুখ-দুঃখে সবসময় পাশে থেকেছি। আমি আমার রক্ত দিয়ে হলেও বণিক ভাইদের জন্য কাজ করবো। এ নির্বাচনকে ঘিরে কেউ কোন রাজনৈতিক গ্রুপিং সৃষ্টি করবেন না। বণিক ভাইদের মধ্যে কোন দলমত নেই। ২২ তারিখে আপনারা আমার চাকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন বলে আমি বিশ্বাস করি।
উল্লেখ্য, এবারে পাংশা শিল্প ও বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে ২ জন, সহ-সভাপতি পদে ৪ জন, সাধারণ সম্পাদক ৪ জন, সহ-সাধারণ সম্পাদক ৫ জন, ধর্মীয় সম্পাদক (ইসলাম) ৪ জন, ধর্মীয় সম্পাদক (সনাতন) ৩ জন, দপ্তর সম্পাদক ২ জন, কোষাধ্যক্ষ ৩ জন, প্রচার সম্পাদক ২ জন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ৩ জন, কার্যনির্বাহী সদস্য ৬ জন।