রাজবাড়ী প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদায় রাজবাড়ী জেলা রিপোর্টার্স ক্লাব আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে। দিবসের প্রথম প্রহরে সংগঠনের সভাপতি লিটন চক্রবর্তী, সহ-সভাপতি মেহেদী হাসান, যুগ্ম সম্পাদক রুবেলুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ রাজবাড়ীর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন। ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় সংগঠনের সদস্যরা ভাষা আন্দোলনের তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত আলোচনা করেন। শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে সংগঠনটি বাংলা ভাষার প্রতি তাদের গভীর শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করে।