নিজস্ব প্রতিবেদক: রাজবাড়ীর পাংশায় মোটরসাইকেল ও বাইসাইকেলের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন, আহত হয়েছেন বাইসাইকেল চালক। গুরুতর আহত অবস্থায় তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনায় নিহত ব্যক্তির নাম সাম্মু মিঞা। তিনি পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের বয়রাট গ্রামের বাসিন্দা সাঈদ মিঞার ছেলে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে পাংশা-লাঙ্গলবাঁধ সড়কের রুপিয়াট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাম্মু মিঞা ব্যক্তিগত কাজ শেষে পাংশা শহর থেকে মোটরসাইকেলে নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে রুপিয়াট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাইসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে দুজনই গুরুতর আহত হন।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে দুজনকেই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে ফরিদপুরে নেওয়ার পথেই সাম্মু মিঞার মৃত্যু হয়।
পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার কাশপিয়া জেসমিন জানান,
“দুর্ঘটনায় গুরুতর আহত দুইজনকে হাসপাতালে আনা হয়। তাদের প্রাথমিক চিকিৎসা শেষে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে ফরিদপুর নেওয়ার পথে একজনের মৃত্যু হয়েছে।”
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন,
“আমরা শুনেছি, বাইসাইকেলের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে দুজন গুরুতর আহত হন এবং হাসপাতালে নেওয়ার পথে মোটরসাইকেল চালক সাম্মু মিঞার মৃত্যু হয়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”