নিজস্ব প্রতিবেদক: রাজবাড়ীর পাংশা শহরের মধ্যে আলোচিন নির্মানাধীন বিসমিল্লাহ টাওয়ার পরিদর্শন করেছেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস এম আবু দারদা। বুধবার দুপুরে সরে জমিনে গিয়ে নির্মানাধীন ভবন পরির্দশ করেন সেই সাথে শান্তিপূর্ন সমাধান দিয়ে সুন্দর ভাবে নির্দেশনা মোতাবেক কাজ করার অনুমতি প্রদান করেছেন।
এ সময় পাংশা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আসলাম হোসেন, পাংশা শিল্প ও বণিক সমিতির সভাপতি মোঃ বাহারাম হোসেন,সাধারণ সম্পাদক দেলোয়ার সরদার, পাংশা উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান,সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রিংকু,রাজবাড়ী জেলা জিয়া সাইবার ফোর্সের আহবায়ক মোঃ আমিরুল ইসলাম,বিসমিল্লাহ টাওয়ারের মালিক পক্ষ মোঃ আমিরুল ইসলাম, মনিরুল ইসলাম মরিন,স্থানীয় সংবাদকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এ পরিদর্শন কালে পাংশা উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক এস এম আবু দারদা বলেন ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন ও পরিকল্পিত একটি সুন্দর পাংশা গড়ার দায়িত্বও আপনাদের সবার, আসুন সবাই মিলে একটি উন্নয়ন পাংশা গড়ি।