নিজস্ব প্রতিবেদক: রাজবাড়ী জেলায় ওপেন মার্কেট সেল (ওএমএস) কার্যক্রম স্বচ্ছ ও সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে প্রশাসনের তদারকি অভিযান পরিচালিত হয়েছে।
১৬ মার্চ ২০২৫, রাজবাড়ীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ সুলতানা আক্তারের নির্দেশনায় রাজবাড়ী সদর পৌরসভার ভাজনাচালা, ব্যাংক চত্বর, লক্ষীকোল ও বেড়াডাঙ্গা বিক্রয় কেন্দ্রগুলোতে তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।
তদারকির নেতৃত্ব:
জনাব শাহেদ খান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, রাজবাড়ী
জনাব মো: আশিকুজ্জামান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, রাজবাড়ী
তদারকির মূল বিষয়সমূহ:
পণ্য বিক্রয়ের মাস্টাররোল যাচাই করা হয়।
সকল বিক্রেতাকে সঠিক ওজন ও নির্ধারিত মূল্যে পণ্য বিক্রয়ের নির্দেশনা প্রদান করা হয়।
জনসাধারণের সুবিধার্থে ওএমএস কার্যক্রম স্বচ্ছ ও কার্যকর রাখার জন্য প্রশাসন নজরদারি বৃদ্ধি করেছে।
রাজবাড়ী জেলা প্রশাসন জানিয়েছে, ওএমএস কার্যক্রমে যেকোনো অনিয়ম রোধে নিয়মিত তদারকি অব্যাহত থাকবে।