নিজস্ব প্রতিবেদক :
রাজবাড়ীতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে প্রীতম কর্মকার (৩৮) নামে এক ব্যক্তিকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে তার কাছ থেকে দুটি ধারালো চাকু ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
আরও পড়ুনঃ এইচএসসি পরীক্ষার ভেন্যু পরিবর্তনের দাবিতে রাজবাড়ীতে শিক্ষার্থীদের বিক্ষোভ
পুলিশ সূত্রে জানা যায়, ২১ মার্চ ২০২৫, রাত ৩:৪৫ মিনিটে রাজবাড়ী সেনা ক্যাম্পের সদস্যরা অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে রাজবাড়ী পৌরসভার নিউ কলোনী এলাকার এল-২৭১ নম্বর বাড়ির সামনে অবস্থান নেয়। পরে রাত ৪:০৫ মিনিটে রাজবাড়ী থানার অফিসার ইনচার্জের নির্দেশে এসআই সাইফুল বাসারের নেতৃত্বে পুলিশের একটি দল সেনাবাহিনীর সঙ্গে যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে ধৃত প্রীতম কর্মকারের দেহ তল্লাশি করে তার বাম হাত থেকে একটি ধারালো চাকু, একটি ফোল্ডিং চাকু এবং একটি লাল-কালো রঙের ১৫০ সিসির মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে জব্দতালিকা মূলে এসব আলামত জব্দ করে রাজবাড়ী সদর থানায় নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় ১৯A The Arms Act, 1878 ধারায় একটি মামলা (মামলা নং-২৬, তারিখ: ২১ মার্চ ২০২৫) রুজু করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রাজবাড়ী জেলা পুলিশ জানিয়েছে, তারা অপরাধ দমনে সদা তৎপর এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।