“জাটকা ধরা বন্ধ হলে, ইলিশ উঠবে জাল ভরে” শ্লোগানকে সামনে রেখে রাজবাড়ীর পাংশায় ২০২৪-২৫ অর্থ বছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জাটকা সংরক্ষণ বিষয়ক জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ এপ্রিল) সকাল ১১ টায় ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত উপজেলা টাস্কফোর্স কমিটির বাস্তবায়নে উপজেলার হাবাসপুর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার এস.এম. আবু দারদা’র সভাপতিত্বে জনসচেতনতা বিষয়ক সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার মো: তোফাজ্জেল হোসেন, হাবাসপুর ইউপি চেয়ারম্যান মো: আল-মামুন খান প্রমুখ। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা সাঈদ আহমেদ।
এসময় উপজেলা নির্বাহী অফিসার এস.এম. আবু দারদা বলেন, ইলিশ আমাদের রূপালী সম্পদ। তাই ইলিশ সম্পদ আমাদের রক্ষা করা উচিত। ইলিশ আমাদের চাহিদা পূরণ করে বিদেশেও রপ্তানী করা হয়। তাই আপনারা ৮ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত জাটকা ইলিশ আহরণ থেকে বিরত থাকবেন। এতে করে আমাদের দেশের ইলিশ সম্পদ বৃদ্ধি পাবে।
সভায় ইউনিয়নের প্রায় ১৫০ জন জেলে উপস্থিত ছিলেন।