রাজবাড়ীতে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ এপ্রিল) “জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৫” উপলক্ষে রাজবাড়ী সদর উপজেলার উড়াকান্দা বাজারে এ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। মাছের উৎপাদন বৃদ্ধি ও নদীর জীববৈচিত্র্য রক্ষার উদ্দেশ্যে এ সভার আয়োজন করে জেলা মৎস্য দপ্তর।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার মারিয়া হক।
সভায় সভাপতিত্ব করেন জেলা মৎস্য মো: নাজমুল হুদা।
বক্তারা জাটকা সংরক্ষণের প্রয়োজনীয়তা, জেলে সম্প্রদায়ের ভূমিকা ও সরকারি বিধিনিষেধ মেনে চলার গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন। তারা বলেন, ইলিশের উৎপাদন বাড়াতে হলে জাটকা শিকার পুরোপুরি বন্ধ করতে হবে এবং সবাইকে এ বিষয়ে আরও সচেতন হতে হবে।
সভায় স্থানীয় জনপ্রতিনিধি, জেলে, শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তি এবং সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।