রাজবাড়ী সদর থানা পুলিশের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত এবং বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৫ এপ্রিল ২০২৫) রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জের নির্দেশে এএসআই (নিঃ) মো. ফরিদ মিয়া সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে নিজ নিজ বাড়ি থেকে ৩ জন আসামিকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন:
১. মো. মাহতাব কুজু (৪০), পিতা মৃত সৈয়দ আলী সরদার, গ্রাম: উড়াকান্দা, থানা ও জেলা: রাজবাড়ী
২. মো. সবুজ মিয়া (৩৫), পিতা মো. আলম সরদার, গ্রাম: পাচুরিয়া সাভার, থানা ও জেলা: রাজবাড়ী
৩. মো. রাজিব মন্ডল (৩২), পিতা মৃত গোলাপ মন্ডল, গ্রাম: মড়ডাঙ্গা, থানা ও জেলা: রাজবাড়ী
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক ও অন্যান্য অপরাধের মামলা ছিল এবং তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গ্রেফতারের পর তাদেরকে পুলিশের প্রহরায় আদালতে পাঠানো হয়।
রাজবাড়ী জেলা পুলিশ জানিয়েছে, অপরাধ দমনে এমন অভিযান অব্যাহত থাকবে।