জয়পুরহাটের পাঁচবিবি পৌর এলাকায় সাবেক জেলা ছাত্রদল নেতা শামীম হোসেনকে লক্ষ্য করে সন্ত্রাসীদের গুলির ঘটনায় একজনকে আটক করেছে স্থানীয় জনতা। সোমবার (১৪ এপ্রিল) রাত ১০টার দিকে এই হামলার ঘটনা ঘটে। পহেলা বৈশাখের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে সুপার মার্কেট এলাকার সামনে গুলি চালানো হয়।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, শামীম হোসেনসহ স্থানীয় কয়েকজন যুবদল নেতাকর্মী মার্কেটের সামনে আড্ডা দিচ্ছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলে করে ছয়জন অস্ত্রধারী যুবক এসে হঠাৎ গুলি চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। গুলির লক্ষ্য ছিলেন শামীম হোসেন, যিনি সৌভাগ্যক্রমে অল্পের জন্য প্রাণে বেঁচে যান।
স্থানীয়রা ধাওয়া করে হামলাকারীদের একজনকে ধরে ফেলেন। আটক যুবকের নাম কোয়েল মোল্লা (২৮), ফরিদপুর জেলার সদরপুর উপজেলার কুষ্টপুর গ্রামের বাসিন্দা। জনতার গণধোলাইয়ে আহত হয়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে প্রথমে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে জয়পুরহাট ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম জানান, “ঘটনাস্থল থেকে একটি বিদেশি রিভলভার, একটি ম্যাগজিন এবং ছয় রাউন্ড গুলি জব্দ করা হয়েছে। আটক ব্যক্তি এখন পুলিশি হেফাজতে হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।”
ঘটনার সময় উপস্থিত থাকা পৌর যুবদলের সিনিয়র সহসভাপতি হারুনুর রশিদ সজল বলেন, “এটি একটি পরিকল্পিত রাজনৈতিক হত্যাচেষ্টা। আমাদের সামনে দাঁড়িয়ে শামীমকে শনাক্ত করে গুলি চালানো হয়। আমরা ধাওয়া দিয়ে একজনকে ধরে ফেলতে পারলেও বাকি পাঁচজন পালিয়ে যায়।”
সাবেক ছাত্রদল নেতা শামীম হোসেন এখনো গণমাধ্যমে কোনো মন্তব্য করেননি।
এ ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। নিরাপত্তা জোরদারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের দাবি, খুব দ্রুতই ঘটনার সঙ্গে জড়িত বাকিদের আইনের আওতায় আনা হবে।